ইতিকাফে থাকাবস্থায় মোবাইলের মাধ্যমে কোনো কাজের দিক—নির্দেশনা দেয়ার বিধান

প্রশ্ন: ইতিকাফকারী ব্যক্তি মসজিদ থেকে মোবাইল ফোনে প্রয়োজনীয় ব্যবসায়িক কাজের দিক—নির্দেশনা দিতে পারবে কি না? উত্তর: হ্যাঁ, পারবে। তবে একান্ত প্রয়োজন ছাড়া এমনটি না করা চাই। প্রমাণ: ফাতাওয়া শামী: ২/৪৪৯-450, কিতাবুস সওম,  সাঈদ কোম্পানী; باب الإعتكاف: وتكلم إلا...