আজীবন একই ঘরে বসবাস করা নিজ আত্মীয় স্বজন যখন করোনা ভয়ে গা ঢাকা দিচ্ছে ঠিক তখনই আসমানি ফেরেশতা রূপে আবির্ভূত হয়েছে আল- মারকাজুল ইসলামী।
করোনা আক্রান্ত মৃতের কাফন-দাফনের জন্য এগিয়ে এলেন Al-Markazul Islami Bangladesh এর কিছু অকুতোভয় লড়াকু সৈনিক। নিজ জীবনের মায়া ত্যাগ করে তারা করোনা মৃতের পরিচ্ছন্ন, কাফন, জানাযা, দাফন ইত্যাদির মতো কাজগুলোর আঞ্জাম দিয়ে আসছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বা সন্দেহে মৃত ব্যক্তিদের দাফন করা হচ্ছে রাজধানী খিলগাঁও তালতলা কবরস্থানে। করোনা সংক্রমণের ভয়ে যেখানে নিজ স্বজনরাই মরদেহ থেকে দূরে থাকছেন সেখানে তাদের দাফনের কাজটি করছে আল মারকাজুল ইসলামীর একদল স্বেচ্ছাসেবী।