মসজিদের মেহরাব এবং দেয়ালে কুরআনের আয়াত, হাদীস ইত্যাদি লিখার বিধান

by | Oct 1, 2024 | Fatwa Bank | 0 comments

প্রশ্ন: অনেক মসজিদের মেহরাবে ও দেয়ালে কুরআন—হাদীস ও কালিমা ইত্যাদি লিখা থাকে। এ ব্যাপারে শরয়ী হুকুম কী?

উত্তর: মেহরাব এবং সামনের দেয়ালে কুরআনের আয়াত, হাদীস ও কালিমা ইত্যাদি লিখা মাকরূহ।

প্রমাণ: ফাতাওয়া আলমগীরী: ৫/৩৬৯, কিতাবুল কারাহিয়্যাত,

الباب الخامس فى أداب المسجد والقبلة والمصحف وما كتب فيه شيئ من القرأن :وكره بعض مشايخنا النقوش على المحراب وحائط القبلة لأن ذلك يشغل قلب المصلي وذكر الفقيه ابو جعفر رح  في شرح السير الكبير ان نقش الحيطان مكروه قل ذلك او كثر.

আরও দেখুন: আল—বাহরুর রায়িক: ২/৩৭ সাঈদ কোম্পানী; ফাতাওয়া শামী: ১/৬৬৩ সাঈদ কোম্পানী; মাজমাউল আনহুর: ১/১২৭ দারু ইহইয়াইত তুরাছ, বৈরুত।