পীরকে বাবা বলে সম্মোধন করার হুকুম

by | Sep 24, 2024 | Fatwa Bank, Fiqh | 0 comments

              প্রশ্ন: অনেক পীরের মুরীদদেরকে দেখা যায়, তারা স্বীয় পীরকে বাবা বলে সম্বোধন করে থাকে। তাদের এই কাজটির ব্যাপারে শরী‘আতের দৃষ্টিভঙ্গি কী? এতে তাদের কোনো গোনাহ হচ্ছে কি না?

            উত্তর: আপন পিতা ব্যতীত অন্য কাউকে পিতা বলে ডাকা কবীরা গোনাহ। সে হিসেবে স্বীয় পীরকে আপন বাবার মযার্দা দিয়ে বাবা বলে সম্বোধন করলে তারা গোনাহগার হবে। তবে রূহানী সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এমনটি করলে কোনো গোনাহ হবে না।

            প্রমাণ: উমদাতুল কারী শরহে সহীহ বুখারী :১৭/৩০৫, বাবু গাযওয়াতিত তায়েফ, মাকতাবায়ে রশীদিয়া।

قوله “من ادعى إلى غير أبيه” أي من انتسب إلى غير أبيه فالجنة عليه حرام إما على سبيل التغليظ وإما أنه إذا استحل ذلك۔

ফাতহুল মুলহিম শরহে সহীহ মুসলিম: ২/৩২, আশাফিয়া।

قوله “فالجنة عليه حرام” اما محمول على من فعله مستحلا أو على أن جزاءه أنها محرمة علىه أو لا عند دخول الفائزين وأهل السلامة ويمكن العفو عنه بفضل الله سبحانه وتعالى.

আরও দেখুন:  সহীহ বুখারী শরীফ: ২/৬১৯ আশরাফিয়া; সহীহ মুসলিম শরীফ: ১/৫৭ আশরাফিয়া; ফাতহুল মুলহিম: ২/৩২ আশরাফিয়া; তাফসীরে মাযহারী:  ৭/২৮৫ রশীদিয়া; উমদাতুল কারী: ১৭/৩০৫ রশীদিয়া।