প্রশ্ন: অনেক এলাকায় প্রচলন আছে, জানাযার নামায শুরু করার পূর্বে ইমাম সাহেব লোকদের লক্ষ্য করে বলেন, ‘লোকটি কেমন ছিলো?’ উপস্থিত সবাই বলেন, ‘ভালো ছিলো”। এরূপ করা জায়িয আছে কি না?
উত্তর: মৃত ব্যক্তির ভালো দিক নিয়ে আলোচনা করা উত্তম। কিন্তু যেসব গুণ মৃত ব্যক্তির মধ্যে ছিল না, বাড়িয়ে সেসব বিষয়ে প্রশংসা করা এবং সেই প্রশংসা লোকদের থেকে আদায় করা শরী‘আত সমর্থিত নয়। বরং এরূপ করা মাকরূহ। বিশেষ করে, জানাযার নামায সামনে রেখে। কেননা জানাযার নামাযের সময় এরূপ অহেতুক আলোচনা না করে তাড়াতাড়ি জানাযা পড়ে নেয়া উত্তম।
প্রমাণ: ফাতাওয়া শামী: 2/239, কিতাবুল জানায়িয, সাঈদ কোম্পানী।
يندب دفنه في جهة موته وتعجيله وستر موضع غسله فلا يراه إلا غاسله ومن يعينه، وإن رأى به ما يكره لم يجز ذكره، لحديث “اذكروا محاسن موتاكم وكفوا عن مساويهم” .ولا بأس بنقله قبل دفنه وبالإعلام بموته وبإرثائه بشعر أو غيره، لكن يكره الإفراط في مدحه لا سيما عند جنازته .
আরও দেখুন: আল—বাহরুর রায়িক: ২/৩৩৭ যাকারিয়া; হাশিয়াতুত তাহতাবী আলা মারাকিল ফালাহ: ৩০৯ মীর মুহাম্মাদ কুতুবখানা; মাজমাউল আনহুর: ১/১৮৭ দারু ইহইয়াইত তুরাছ; আল—জাওহারাতুন নাইয়্যিরা: ১৩১ মীর মুহাম্মাদ কুতুবখানা।