গোসল ফরয অবস্থায় মসজিদের নির্মাণ কাজ করার হুকুম

by | Oct 1, 2024 | Fatwa Bank | 0 comments

প্রশ্ন: মসজিদ নির্মাণকারী শ্রমিকগণ গোসল ফরয থাকা অবস্থায় মসজিদের নিমার্ণ কাজ করতে পারবে কি না?

উত্তর: না, পারবে না। কারণ সাধারণত মসজিদের কোনো স্থান ওয়াকফ করার পর সেখানে কোনোভাবে নামাযের ব্যবস্থা করা হয়। এরপর সেখানে নামাযসহ বিভিন্ন ধরণের ইবাদত—বন্দেগী চলার পর তা মজবুতভাবে নিমার্ণ করা হয়। তাই কোনো নাপাক শ্রমিক গোসল ব্যতীত মসজিদের নির্মাণ কাজ করতে পারবে না। হ্যাঁ, কোনো স্থানে যদি সম্পূর্ণরূপে নতুন করে মসজিদ নির্মাণ করা হয়, ইতিপূর্বে সেই স্থান মসজিদ হিসেবে ব্যবহৃত না হয়, তাহলে কোনো সমস্যা নেই। কারণ তখনও তা শরয়ী মসজিদ হয়নি।

প্রমাণ: হিদায়া: ২/৬৪৪ থানভী;

الهداية في شرح بداية المبتدي، فصل وإذا بني مسجدا، مكتبة التهانوي.

فصل: “وإذا بنى مسجدا لم يزل ملكه عنه حتى يفرزه عن ملكه بطريقه ويأذن للناس بالصلاة فيه، فإذا صلى فيه واحد زال عند أبي حنيفة عن ملكه” أما الإفراز فلأنه لا يخلص لله تعالى إلا به، وأما الصلاة فيه فلأنه لا بد من التسليم عند أبي حنيفة ومحمد، ويشترط تسليم نوعه، وذلك في المسجد بالصلاة فيه.

আরও দেখুন:  ফাতাওয়া তাতারখানিয়া: ৫/৮৩৯—৮৪০ যাকারিয়া; ফাতাওয়া আলমগীরী: ২/৪৫৪ যাকারিয়া; আল—বাহরুর রায়িক: ৫/২৪৮ সাঈদ কোম্পানী; ফাতাওয়া খানিয়া: ৪/২৯৬ বেলুচিস্তান।