উযূ ছাড়া কুরআন মাজীদ স্পর্শ করার হুকুম

by | Oct 1, 2024 | Fatwa Bank | 0 comments

       প্রশ্ন: উযূ ছাড়া গিলাফ ব্যতীত কুরআন মাজিদ স্পর্শ করা যাবে কি না? উল্লেখ্য: আমাদের এলাকায় এক ভদ্রলোক দাবী করেন, ‘কুরআন মাজিদ মলাটের উপর দিয়ে উযূ ছাড়া স্পর্শ করা যাবে’ তার এ দাবী সঠিক কি না?

       উত্তর: উযূ ছাড়া গিলাফ ব্যতীত কুরআন মাজীদ স্পর্শ করা হারাম। উল্লেখ্য, কুরআন মাজীদের উপরের সংযুক্ত মলাটও কুরআনের হুকুমে। তাই এক্ষেত্রে দাবী করা যে, ‘মলাটের উপর দিয়ে স্পর্শ করলে, কুরআন মাজিদ স্পর্শ করা হয় না’ এই দাবী সঠিক নয়।

প্রমাণ: ফাতাওয়া শামী: ১/১৭৩—১৭৪, কিতাবুত তাহারাত, সাঈদ কোম্পানী;

باب سنن الغسل: يحرم به أي بالأكبر وبالأصغر مس مصحف: أي ما فيه آية كدرهم وجدار، وهل مس نحو التوراة كذلك؟ ظاهر كلامهم لا إلا بغلاف متجاف غير مشرز أو بصرة به يفتى.

وفي الدر المحتار: فالمراد بالغلاف ما كان منفصلا كالخريطة وهي الكيس ونحوها؛ لأن المتصل بالمصحف منه حتى يدخل في بيعه بلا ذكر.

  আরও দেখুন: সূরা ওয়াকিয়া: ৭৯; হিদায়া:  ১/২৭ সাঈদ কোম্পানী; ফাতাওয়া আলমগীরী: ১/৩৯ যাকারিয়া; ফাতাওয়া তাতারখানিয়া: ১/২৯৫ ইদারাতুল কুরআন; আল—ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু: ১/২৯৫ মাকাতাবা হাক্কানিয়া; কিতাবুল ফিকহি আলাল মাযাহিবিল আরবা‘আ: ১/৪৬ দারুল কুতুবিল ইলমিয়্যা, বৈরুত।