উযরের কারণে দাঁড়িয়ে পেশাব করার বিধান

by | Oct 1, 2024 | Fatwa Bank | 0 comments

 প্রশ্ন: যদি কোথাও বসে পেশাব করার ব্যবস্থা না থাকে, তাহলে সেখানে দাঁড়িয়ে পেশাব করা যাবে কি না?

উত্তর: হ্যাঁ, ঘটনাক্রমে কখনো এমন পরিস্থিতিতে পড়লে দাঁড়িয়ে পেশাব করা যাবে।

প্রমাণ: ফাতাওয়া শামী: ১/৩৪২, কিতাবুত্ তাহারাত, বাবুল আঞ্জাস, সাঈদ কোম্পানী।

وكذا يكره… أن يبول قائما أو مضطجعا أو مجردا من ثوبه بلا عذر

আরও দেখুন: সুনানে তিরমিজী: ১/৯ সাঈদ কোম্পানী; ফাতাওয়া আলমগীরী: ১/৫০ বেলুচিস্তান; মাজমাউল আনহুর: ১/৬৭ দারু ইহইয়াইত তুরাছ, বৈরুত;  আল—বাহরুর রায়িক: ১/২৪২ সাঈদ কোম্পানী; মারাকিল ফালাহ বিহামিশি হাশিয়াতিত তাহতাবী:  পৃ: ৩০ মীর মুহাম্মাদ কুতুবখানা।