ফাতওয়া নং: ৪১৮২
জিজ্ঞাসা: ইহরাম অবস্থায় ইঞ্জেকশন দেওয়া যাবে কিনা?
সামাধান: হ্যাঁ, ইহরাম অবস্থায় মুহরিম ব্যক্তি ইঞ্জেকশন নিজেও নিতে পারবেন এবং অন্যকেও দিতে পারবেন।
প্রমাণ: ‘ফাতাওয়া আলমগীরী: ১:২৮৮।
ولا بأس للمحرم ان يحتجم اويفتصد او يجبر الكسر اويختر…১:২৮৮: الباب الرابع فيما يفعله المحرم بعد الاحرام. زكريا بكدبو انديا.
আরও দেখুন, ফাতাওয়া শামী—৩:৫৭৩ আশরাফিয়া; ফাতাওয়া কাযীখান: ৭:১৭৫ যাকারিয়া মাআ হিন্দিয়া; ফাতাওয়া রহীমিয়া: ৮:৯৮ যাকারিয়া; আল—ফিকহুল ইসলামি ওয়া আদিল্লাতুহু: ৩:২৪১ হাক্কানিয়া।