ইতিকাফে থাকাবস্থায় মোবাইলের মাধ্যমে কোনো কাজের দিক—নির্দেশনা দেয়ার বিধান

by | Sep 14, 2024 | Fatwa Bank | 0 comments

প্রশ্ন: ইতিকাফকারী ব্যক্তি মসজিদ থেকে মোবাইল ফোনে প্রয়োজনীয় ব্যবসায়িক কাজের দিক—নির্দেশনা দিতে পারবে কি না?

উত্তর: হ্যাঁ, পারবে। তবে একান্ত প্রয়োজন ছাড়া এমনটি না করা চাই।

প্রমাণ: ফাতাওয়া শামী: ২/৪৪৯-450, কিতাবুস সওম,  সাঈদ কোম্পানী;

باب الإعتكاف: وتكلم إلا بخير وهو ما لا إثم فيه ومنه المباح عند الحاجة إليه لا عند عدمها. قال فى رد المحتار: قوله ومنه المباح إلخ … والمراد ما يحتاج إليه من أمر الدنيا إذا لم يقصد به القربة وإلا ففيه ثواب.

আরও দেখুন:  ফাতাওয়া আলমগীরী: ১/২১২ যাকারিয়া; বাদায়িউস সানায়ি’: ২/১১৭ সাঈদ কোম্পানী; হাশিয়াতুত তাহতাবী আলা মারাকিল ফালাহ: ৩৮৪ মীর মুহাম্মাদ কুতুবখানা; ফাতাওয়া মাহমূদিয়া: ১৩/১৪৯ যাকারিয়া; জাওয়াহিরুল ফাতাওয়া: ১/১৩৬ ইসলামী কুতুবখানা, পাকিস্তান।